পাইলস (pilus)ঃ
ংবিসমিল্লাহির রহমানির রহিম
পাইলস (pilus)ঃ
মলদ্বরে আঙ্গুরের মত মত গোটা হওয়াকে পাইলস বলে। যারা বেশিরভাগ সময় চেয়ারে বসে কজকরে তাদের পাইলস রোগে বেশি বেশি আক্রন্ত করে থাকে। পাইলস হলে যেসকল লক্ষণ দেখাদেবেঃ
মলদ্বরে আঙ্গুরেরে মত গোটা হওয়া।
মলদ্বরে ব্যাথা, চুলকানি, জ্বালাপোরা, রক্তপাত।
পায়খানা অনিয়মিত এবং শক্ত হওয়া।
প্রতিরোধঃ
আশঁ যুক্ত খাবার বেশি গ্রহন। যেমন শাক-শবজি, ফলমুল।
আশঁ বিহিন খাবার বর্জন। যেমন মাছ, মাংষ, ডিম, দুত।
বেশি পরিমানে পানি পান করা।
নিয়মিত ব্যাম অথবা শরিরিক পরিশ্রম করা।
চেয়ারে বেশিক্ষণ বশে না থাকা।
সময়মত খাবার গ্রহন।
চিকিৎসাঃ
Alo soc (এলোসকট্রিনা)
জ্বালাগোর ব্যাথা এবং ঠান্তা পানিতে আরামদায়ক।
মলদ্বরে চুলকানি ও রক্ত পড়া।
পায়খানা অনিয়মিত হওয়া।
Nux vom 200 (নাক্স ভোম)ঃ
ঘুম কম কম হওয়া।
বার বার মলত্যাগের ব্যার্থ চেষ্টা বা সামান্য মলত্যগ।
পেটে গ্যাস জমা (Heightper Acidity)
মলদ্বরে চুলকানি, ব্যাথা, রক্ত পড়া।
Sulphur (সালফার)ঃ
sulphur ও nux vom200 এর লক্ষন প্রায় কাছাকাছি তাই nux vom এর সাথে sulphur প্রয়োগ করিলে ভাল ফল পাওয়া যায়।
sulphur 30+0+Nux vom200
Aesculus Hip (ইসকুলাস হিপ)ঃ
মলদ্বরে ব্যাথা সহ এমন একটা অস্তির ভান, মেনেহয় যেন মলদ্বরে কতগুলো কাঠি ডুকিয়ে রেখেছে।
মলদ্বরে সংকৃন ভাব ত্রিব্য থেকে ত্রিব্য হয় ও পায়খানা অতিরিক্ত শক্ত।
রক্ত পরতেও পারে আবার নাও পারে।
Collin Soniaঃ (কলিন শুনিয়া)ঃ
collin sonia এবং Aesculus Hip এর লক্ষণ প্রায় কাছাকাছি। collin sonia রক্তের পরিমান একটু বেশি থাকে। Aesculus Hip জখন কাজ না করে তখন collin sonia ব্যাবহার করা হয়।
Ratan Hia (রতন হিয়া)ঃ
মলদ্বর ত্রিব্য থেকে ত্রিব্য টন টনে ব্যাথা।
মলদ্বরে মল খুবই শুকনা যা হাত দিয়ে বের করাও কস্টকর।
মলদ্বরে ফাটা ঘাঁ ও রস র্নিশরন হতে পোরে।
মলদ্ােরে আগুনের মত জ্বালা যা মলত্যাগের পরেও দির্ঘক্ষন স্থাুয় হয়।
মলদ্বরে ঠান্ডা প্রোয়োগে আরাম রোধ হয়।
Not: Alo soc ও Ratan Hia এর লক্ষণ প্রায় কাছা কাছি । Aloe Soc এর পরে Ratan Hia ব্যাবহার করা হয়।
Comments
Post a Comment