হোমিও ঔশুদের শক্তিকরনে ৩টি স্কেল

Desimal Scale (দশমিক স্কেল)
১ঃ৯=১০
অথাৎ ১%ঔশুদ ৯%এলকোহল মিশিয়ে ১০টি ঝাকি দিলে ১টি পাওার বৃদ্ধি পাবে
সংকেত ঃ  1x,2x,3x
প্যকিং ঃ ট্যাবলেট, মিক্স সিরাপ

Centesimal Scale ( শতিতমিক)
১ঃ৯৯= ১০০
১ভাগ ঔশুদের সাথে ৯৯ভাগ এলকোহল মিশিয়ে ১০০টা ঝাকি দিলে ১টি পাওয়ার বৃদ্ধি পায়।

50 millesimal Scale (পঞ্চাশ সহশ্রাতমি)
১ঃ৪৯৯৯৯=৫০,০০০

সংকেতঃ m/1, m/2, m/3
প্যাকিংঃ পিল
এপদ্ধতিতে সঠিক ভাবে প্রস্তুতকৃত ঔশুদ তৎখানাত কাজ করে।
কিন্তু বিশ্বস্ত কোম্পানি হতেহবে।

Comments

Popular posts from this blog

পাইলস (pilus)ঃ

হোমিও ডাক্টারি পরিকল্পনা