ডায়রিয়া (Diarrhoea)
বিসমিল্লাহির রহমানির রহিম
Diarrhoea(ডায়রিয়া)
দৈনির ৩বারের বেশি পায়খানা হওয়াকে ডায়রিয়া বা আমাশায় বলে।
Diarrhoea(ডায়রিয়া)
দৈনির ৩বারের বেশি পায়খানা হওয়াকে ডায়রিয়া বা আমাশায় বলে।
বৈশিষ্টঃ
তরল মল বের হওয়া বা পায়খানার সাথে আম বের হওয়া।
পায়খানার সাথে গ্যাস বেরহওয়া।
পেটে কামর দিয়ে পায়খানা হওয়া ইত্যাদি।
চিকিৎসাঃ
Nux vom
পেটব্যাথা, পেটে বা নাফিতে কামর দিয়ে পায়খানায় ধরা।
1. খাবার থিক পরেই পায়খানায়ধরা এবং পায়খানার সাথে আমের ভাব থাকা
2.ছিরে,ছিরে পায়খানা হওয়া, পায়খানার সাথে অত্যাদিক গ্যাস বেরহওয়া
3.পায়খানার সাথে আমযাওয়।
4.পায়খানায় কোথ দেওয়া এবং পায়খানায় বসে থাকতে ভাললাগে।
5.গুপাক এবং ভারি মসলা জাতিও খাবার যেমন মাংস, বিরিয়ানি এবং মসলা জতিও খাবার (হালিম, চটপটি,ঝাল মুড়ি), দই, মিষ্টি ইত্যাদি
6.গুপাক ও ভাজাপোরা খাবারের অতিত ইতিহাস থাকলে এবং বর্তমানে বাছে খাওয়ার পরেও পেটে সমস্যা নিয়ন্তন নাহলে।
বিদ্রঃ বর্তমান আধুনিক যুগের বেশির ভাগরুগিই Nux vom এর রুগি।
Alosoc:
পায়খানার বেগহওয়ার সাথেসাথেই বাথরুমে যাওয়ার পুর্বেই কাপুরের মর্ধে পায়খানা বেরহওয়া।
ডায়রিয়া পরের আমাসায় হওয়ার হলে ।
প্রোটো পাইলমঃ
পায়খানা পানির মত তরল ও দুগন্দ যুক্ত হলে।
তবে এবেলা ঔশুদে ভাল নাহলে মেডিকেলে পাঠাতে হবে।
Comments
Post a Comment