আমাশয়
(আমাশয়) Dysentery
পায়খানা বা মলের সাথে (Mucus) আম বা রক্ত বেরহলে তাকে আমাশয় বলে।
চিকিৎসাঃ
Nux vom
১.পেটব্যাথা, পেটে বা নাফিতে কামর দিয়ে পায়খানায় ধরা।
২. খাবার থিক পরেই পায়খানায়ধরা এবং পায়খানার সাথে আমের ভাব থাকা
৩.ছিরে,ছিরে পায়খানা হওয়া, পায়খানার সাথে অত্যাদিক গ্যাস বেরহওয়া
৪. পায়খানার সাথে আমযাওয়।
৫.পায়খানায় কোথ দেওয়া এবং পায়খানায় বসে থাকতে ভাললাগে।
৬. গুপাক এবং ভারি মসলা জাতিও খাবার যেমন মাংস, বিরিয়ানি এবং মসলা জতিও খাবার (হালিম, চটপটি,ঝাল মুড়ি), দই, মিষ্টি ইত্যাদি৬. গুপাক ও ভাজাপোরা খাবারের অতিত ইতিহাস থাকলে এবং বর্তমানে বাছে খাওয়ার পরেও পেটে সমস্যা নিয়ন্তন নাহলে।
* রাত্রি জাগরন ও অনিয়মিত জিবন জাপন করলে nux vom
বিদ্রঃ বর্তমান আধুনিক যুগের বেশির ভাগরুগিই Nux vom এর রুগি।
Merc sol:(মার্কুরিয়াস ছলুব্লিয়াজ)
এইরুগির মলত্যগ করার সময় আম মলের সমপরিমান বা বেশি হয়ে থাকে থাকে এবং ক্ষেত্র বিশেষ সুধু আম বা (mucus) বের হয়ে খাকে।
Merk Cor:
রক্ত আমাশায়ের জন্য এটি একটি আদর্শ ঔশুদ।
মলের সাথে আমের তুলনায় অধিক রক্ত পরা বা শুধু রক্ত পরাকে বুধায়।
Arsenic Album (আর্সেনিক এ্যালবাম)ঃ
আমাশয়ের ক্ষেত্রে আন্যান্ন ঔশুদ কাজ নাকরলে তাকে আর্সেনিক এ্যবাম দিতে হবে।
বিদ্রঃ দিনদুপুর বা রাত দুপুর (12-2) কোন রোগের প্রকপ বেরেগেলে তাকে দিতেহবে Arsenic Album
Comments
Post a Comment