জ্বর/  Fever

জ্বর/  Fever

জ্বর কোন রোগ নয়, এটি কোন রোগের উপস্বর্গ মাত্র। শরিরের স্বাভাবিক তাপমাত্রা (৯৮.৮F) এর থেকে বেশি হলে তাকে জ্বর বলে।

চিকিৎসাঃ

Aconite nap (এ্যাকোনাইট)ঃ

হটাৎ এবং ত্রিব্রতায় যে কোন রোগের ক্ষেত্রে Aconite দিতে হবে।

পানির  পিপাশা এবং অস্থিরতা।

মৃতুর ভয়।

Note: Aconite এর শাথে অন্য কোন ঔশুদ ব্যবহার করা জায়না। Aconite এর পরের ঔশুদ Broynia alb।

Arsenic album (আরসেনিক এ্যলবাম)ঃ

রোগির দুর্বলতা এবং ক্লান্তি।

জ্বরের পরে বা জ্বরের সাথে সাথে হাত, পা ছেরে দেয়, কথা বলতে কষ্ট হয় এমন দুর্বলতায়।

রাতকা জ্বর বা চোরা জ্বরের ক্ষেত্রে

Rhustox এর সাথে Arsenick alb ব্যবাহার করতে হবে।

Rhustox  + 0 + Arsenick alb

রাতকা জ্বর বা চোরা জ্বরে দুর্বল না হলে দিতে হবে

Rhustox  + 0 + Belladonna

Belladonnaঃ

যে কোন জ্বরের তাপমাত্রা কমানোর জন্য belladonna ব্যাবহার করা হয়। এমনকি একমাত্র Aconite ছারা অন্য যে কোন ঐশুদের সাথে belladonna ব্যাবহার করা যায়।

Belladonna এর তাপমাত্র চামরায় প্রকাশ পায়। আর্থাৎ হাত দিয়ে স্পার্শ করলে যে তাপ অনুভুত হয় তা হাত সরিয়ে নিলেও কিছুক্ষন অনুভুত হয়। এবং চোখের ‍দিকে তাকালে দেখা যায় চোখ দুটো লাল এবং ছলছল করছে।

Bryonia albঃ

এটি একটি ধির গতির ঐশুদ তাই। জ্বর আছতে আছতে প্রকাশ পায়। এমনকি রোগি আগে থেকেই বুঝতে পারে তার জ্বর আসবে।

পানির পিপাশা আবং শক্ত পায়খানা।

নারা চারা করলে বৃদ্ধি পায়, চুপ চাপ থাকলে ভাল লাগে।

শরিল ব্যাথ। মনেহয় শরিল পইচা গেছে।

শরিলে জ্বর জ্বর লাগছে।

Rhux toxঃ

বুষ্টিতে ভিজিলে, আদ্র আবহাওয়া রোগের উৎপত্রি বৃদ্ধি।

গোছলের পানির উৎস পরিবর্তন হলে, রাতে ফ্যানের বাতাসে মাথা ভার হওয়া।

অস্থিরতা এবং শরিরের মাংশপেষি চাবানি-কামরানো। শররি টেপা, মাথা চাপতে বলা, হাত-পা পারাইতে বলা।

চিকন বুনিয়া জ্বর হলেঃ

Bellodonna দুই ঘন্টা পর পর

Rhux tox  1+1+1

Comments

  1. Rhus tox কাজকরে NAPa ×ুদের মত

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাইলস (pilus)ঃ

হোমিও ডাক্টারি পরিকল্পনা

হোমিও ঔশুদের শক্তিকরনে ৩টি স্কেল